• Slider 32
About Us

About Us

দিন দিন টেলিকম জগতের প্রতি সকলের আস্থা হারিয়ে যাচ্ছে, সেই আস্থা ফিরিয়ে আনতে BD Online Telecom Server Association নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে প্রতিটা টেলিকমের নির্দিষ্ট ডকুমেন্টস ভেরিফাইড সাপেক্ষে সদস্যপদ দিয়ে থাকি। তাই আপনারা নিশ্চিন্তে বোটসা ভেরিফাইডকৃত টেলিকম গুলিতে লেনদেন করুন। সকল টেলিকম এডমিন মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যে কোন টেলিকমে অফার বিক্রি বা কেনা, এপিআই সংযোগ, সার্ভার কেনাবেচা এইগুলি নিজ দায়িত্বে লেনদেন করবেন।আর যদি স্ট্রংলি কাজ করতে চান তাহলে অবশ্যই অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে করবেন, কর্তৃপক্ষ আপনাকে পারমিশন দিলে  নিশ্চিন্তে করতে পারবেন‌ অন্যথায় পারমিশন না দিলে নিজ দায়িত্বে করবেন।অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ থেকে যেসকল টেলিকম ভেরিফাইড করা হয়েছে তাদের ইউজারের কোন ব্যালেন্স সংক্রান্ত সমস্যা, রিচার্জ সংক্রান্ত সমস্যা, ড্রাইভ সংক্রান্ত সমস্যা, সাপোর্ট সংক্রান্ত সমস্যা এগুলি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করবেন।আপনাদের সর্বাঙ্গীণ ব্যবসায়িক সাফল্য কামনা করছি।কর্তৃপক্ষBOTSA...

Read More

Benefits of Members

১। এখানে মাসে দুইবার মিটিং এর মাধ্যমে টেলিকম ব্যবসাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সকল বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। 

২। আপনার টেলিকমের জন্য ড্রাইভ অতি সুলভ মূল্যে কিনতে আমাদের এই অর্গানাইজেশনের কিছু সদস্যের গ্রুপে স্থায়ীভাবে এড করা হয়। 

৩। আপনার টেলিকম পরিচালনা করার জন্য কোন আর্থিক সংকটের সমস্যা হলে আমাদের এই অর্গানাইজেশন থেকে লোন নিতে পারবেন। 

৪। সার্ভারকে কিভাবে নিরাপত্তা এবং কিভাবে আপনি ব্যবসায় লাভবান হবেন সকল বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয় পুরাতন অভিজ্ঞ এডমিনদের সমন্বয়ে। 

৫। অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ পদে যদি আপনি মনোনয়ন পান তাহলে সেখান থেকে মাসিক বেতনের ব্যবস্থা করা আছে। 

৬। আমাদের অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট এবং ওয়েবসাইটের মনিটাইজেশন লিংক নিয়ে আপনি আপনার কাস্টমারকে আকৃষ্ট করতে পারবেন এতে করে আপনার একাউন্ট সেলস হবে বেশি।

BECOME A MEMBER

Executive Committee

আব্দুল খালেক

আব্দুল খালেক

সভাপতি
মাসুদ রানা

মাসুদ রানা

সহ-সভাপতি
তৌহিদুল শেখ

তৌহিদুল শেখ

সাধারন সম্পাদক
আব্দুর রাজ্জাক

আব্দুর রাজ্জাক

অর্থ সম্পাদক
সোহেল রানা

সোহেল রানা

প্রচার সম্পাদক
মাওলানা মোঃ মনির হোসাইন

মাওলানা মোঃ মনির হোসাইন

ধর্ম বিষয়ক সম্পাদক

Latest Blog