টেলিকম ভেরিফাইড করতে যা যা লাগবে
সম্মানিত সকল টেলিকম মালিকদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, আমাদের ভেরিফাইড কার্যক্রম পুনঃরায় চলমান রয়েছে। তাই যারা আগে মেইল করেছেন ভেরিফাইড লিস্টে নাম আসেনি তাদেরকে জরূরী ভিত্তিতে পুনরায় ডকুমেন্ট প্রেরনের জন্য অনুরোধ করা যাচ্ছে..................।।
ভেরিফাইড করতে গেলে নিম্নোক্ত কাগজপত্র পাঠাতে হবে:
০১.ব্যাবসায়িক ট্রেড লাইসেন্স বা সরকার কর্তৃক অনুমোদন সার্টিফিকেট
০২.আপনার আইডি কার্ডের উভয় পাশের ফটোকপি
০৩.আপনার পিতার আইডি কার্ডের উভয় পাশের ফটোকপি
০৪.অ্যান্ড্রয়েড অ্যাপস লিংক
০৫.টিন সার্টিফিকেট
০৬.টেলিকমের ওয়েবসাইটের ঠিকানা
০৭.আপনার নাম
০৮.আপনার ছবি
০৯.আপনার টেলিকমের নাম
১০.আপনার টেলিকমের লগো
১১.কোম্পানির শুরুর তারিখ
১২.কোম্পানির ঠিকানা
১৩.সচল মোবাইল নাম্বার
বিশেষ দ্রষ্টব্য: কোন তথ্য মেয়াদ উত্তীর্ণ বা অবৈধ হলে ভেরিফাই করা হবে না
উপরের ডকুমেন্টসগুলো অ্যাসোসিয়েশনের info@botsa.org এই এই মেইলে পাঠাবেন।
কর্তৃপক্ষ
বোটসা